২৯ অক্টোবর, ২০২২
ছবি: ফাউন্ডেশনের পরিচিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি.: এস-১৩২০০) মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আপোষহীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’ এর নবীনগর উপজেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় নবীনগর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. মহিউদ্দিন জুয়েল।
বাংলাদেশ কৃষি ব্যাংক, নবীনগর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রুমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার প্যানেল মেয়র গণিচান মকসুদ, ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ, উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল মোতালিব, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিম বাবুল, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওলিউল্লাহ্ প্রমুখ।
সভায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সভা শেষে সংস্থাটির নবীনগর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের পদবী ঘোষণা করা হয়।
Good news
Good