২১ Jul, ২০২৩
ছবি: প্রতিকী ছবি
বিদ্যুৎ সেবার মানোন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নবীনগর জোনাল অফিস একটি মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে।
নবীনগর বাসির দীর্ঘ প্রায় ৪০ বছরের একটি লালিত স্বপ্নের দৃশ্যমান যাত্রা শুরু করলো। সম্প্রতি, নবীনগরে ১২৩+কোটি(আনুমানিক) টাকা মূল্যমানের একটি আধুনিক, মানসম্পন্ন, টেকসই ৩৩ কেভি নতুন লাইন নির্মান করা হয়েছে।
যা নবীনগরের বিদ্যুৎ গ্রাহকদেরকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।
এতে করে নতুন ও পুরাতন মিলে ২টি ৩৩ কেভি লাইন থাকায় একটি চলমান থাকলে, আরেকটি স্ট্যান্ডবাই থাকবে।ঝড়-তুফান, বৃষ্টি -বাদল, বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে একটি লাইন বন্ধ থাকলে সাথে সাথেই আরেকটি লাইন চালু করে তৎক্ষনাৎ বিদ্যুৎ সেবা সরবরাহ করা সম্ভব হবে।
মশ্বফলে, যেকোনো দুর্যোগ বা ক্রান্তিকালীন মূহুর্তে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
এ বিষয়ে নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া।ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিজিএম আখতার হোসেনকে
ধন্যবাদ জানাচ্ছেন পাশাপাশি যারা এই দুর্যোগ কালীন সময়ে এমন বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করেছেন তাদের কে ও ধন্যবাদ জানাচ্ছি।
নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কম (ও এন্ড এম) পলক সাহা বলেন,
ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করছেন।
Good news
Good