৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

নবীনগর কৃষ্ণনগরে ইতালি প্রবাসীর জায়গা দখলে বাধা ও হুমকির অভিযোগ

২৪ মার্চ, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: বাড়ি দখলে বাধা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে এক ইতালি প্রবাসীর জায়গা দখলে বাধা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্বামী হারা ইতালি প্রবাসী দুই সন্তানের জননী ঝর্না আক্তার তার স্বামীর পৈতৃক সম্পত্তি ১৫ শতক জায়গা দখলে গেলে তার ভাসুর ও দেবর ছিদ্দিক মিয়া, সফিউল্লাহ বাধা দিয়ে মারধর করায় নবীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ইতালি প্রবাসী ঝর্না আক্তার অভিযোগে বলেন,  আমার ভাসুর  ছিদ্দিক মিয়া, সফি উল্লাহ, সোহেল মিয়া এবং আল আমিন নামে চার ব্যক্তি আমার স্বামীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং তাকে ও তার পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে।
আমার স্বামী এমদাদুল হক ওরফে হোসেন মিয়া ২০১৭ সালে ইতালিতে কর্মরত অবস্থায় মারা যান। স্বামীর মৃত্যুর পর তার পরিবার পৈতৃক সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসছিলেন। কিন্তু বিবাদীগণ অন্যায়ভাবে সেই জমির একটি অংশ দখল করে নেয় এবং সেখানে দোকান নির্মাণ করে।
ঝর্না আক্তার আরও বলেন, তিনি জমি দখলের প্রতিবাদ করলে বিবাদীগণ তাকে মারধর করে এবং তার ভাইয়ের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন।এছাড়াও তারা আমাকে এলাকার প্রভাব শালী লোকদের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছেন। 
অভিযুক্ত ভাসুর সিদ্দিক মিয়া বলেন, ২০০৮ সালে আমার পিতা আব্দুল কাদির আমাকে এই অংশ থেকে সাড়ে ৭ শতক জায়গা লিখে দেন। সেখান থেকে সাড়ে তিন শতক জায়গা চেয়ারম্যান মুফতী আমজাদ হোসেন আশরাফীর কাছে বিক্রি করেছি। ঝর্না আক্তারকে মারধর করার বিষয় সত্য নয়।

ভুক্তভোগী ঝর্না আক্তারের ভাই আবদুল মতিন বলেন, আমার বোনসহ আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং বিবাদীগণের ভয়ে ভীতসন্ত্রস্ত। এই ব্যাপারে নবীনগর থানায় ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।

নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক লাইভ টিভিকে জানান, আমি এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good