১০ নভেম্বর, ২০২২
ছবি: বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ভাড়া বাসায় মেজবা উল জারিফ অর্ঘ্য (৩২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) উপজেলার বাগাতিপাড়া এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জারিফ উপজেলার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)র এল.এল.বি ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, নিহত জারিফ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ভবন সংলগ্ন এলাকার মেজবাউল জাকেরের ছেলে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগাতিপাড়ার ওই বাসার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আইনি প্রক্রয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি
Good news
Good