১৬ ডিসেম্বর, ২০২২
ছবি: উপজেলা আওয়ামীলীগের বিজয় মিছিল ।
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২২ পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় র্যালী সহ সর্বশেষ আলোচনা সভার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়।
নাগরপুর উপজেলা আ. লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে ও উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন এর সঞ্চালনায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটি সহ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আ.লীগ সিনিয়র সদস্য তারেক শামস খান হিমু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো: কুদরত আলী, ডাকসু সাবেক সমাজসেবা সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল। এছাড়াও, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি এস এম আনোয়ার, আ. লীগ সম্মানিত সদস্য মো: আওলাদ হোসেন লিটন, ছানিয়ার হোসেন প্রমূখ।
Good news
Good