৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

নাগরপুরে আ.লীগে কোন্দল, মাঠে না থেকেও আত্মতৃপ্তিতে বিএনপি

২৩ মে, ২০২৩

মোঃ রিফাত মিয়া,
নাগরপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: রাজনীতি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের ন্যায় নাগরপুরেও বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদীয় আসনে সাধারণ ভোটার ও আ.লীগ সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে রাজধানী ছেড়ে  আ.লীগের অনেক নেতা এখন সংসদীয় আসনে মাঠ চষে বেড়াচ্ছেন। করছেন গণসংযোগ, গনসংযোগে মনোনয়ন প্রত্যাশীরা অতীত ও বর্তমানের স্ব-স্ব সামাজিক, রাজনৈতিক কর্মকান্ড সাধারণ ভোটারের মাঝে চিত্তাকর্ষক ভাবে তুলে ধরার চেষ্টা করছেন। 

নানা প্রতিশ্রুতিতে বাঁধতে  চাইছেন নিজ অস্তিত্ব। আর এ সুযোগে উপজেলার তৃণমূল নেতারা এখন বহু ভাগে বিভক্ত হচ্ছেন। বিভিন্ন মিডিয়ায় কাঁদা ছুঁড়াছুঁড়ি করে পছন্দের প্রার্থীকে এগিয়ে নেবার চেষ্টা করছেন। জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অনেকেই বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে বা জনসংযোগ কালীন ঢালাও বক্তব্য দিয়ে চলছেন। 

সাবেক ছাত্রনেতা তারেক শামস খান হিমুর সম্প্রতি জনসংযোগ কালীন এক বক্তব্যকে ঘিরে চলছে তোলপাড়। উপজেলা আ.লীগের বিভিন্ন অনুষ্ঠানে তারেক শামস খান হিমুকে প্রধান অতিথি করার কারনে বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সমর্থক গণ বিভিন্ন মিডিয়াতে বর্তমান উপজেলা আ.লীগের নির্বাচিত কমিটির কার্যক্রম ও নেতৃবৃন্দ নিয়ে অযাচিত বক্তব্য দিয়ে দলের মধ্যে  বিভেদ সৃষ্টি করছেন। 

নাগরপুরের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থক নাগরপুর উপজেলা আ.লীগের নেতৃবৃন্দের দৃষ্টি। নতুন প্রজন্মের কাছে খোলাসা হচ্ছে স্ব স্ব চরিত্র। বেকায়দায় নতুন ভোটার ও আ.লীগ সমর্থকগণ। অথচ আ.লীগের ঘরোয়া কোন্দলে বিএনপি মাঠে না থেকেও আত্মতৃপ্তিতে ভোটযুদ্ধে অংশ নেবার নিরব ভূমিকা রেখে চলেছেন। কারন বিএনপি মনে করে, সংসদীয় এ আসনটিতে বিএনপির বিরাট ভোট ব্যাংক রয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে সাধারণ মানুষ তাদের নির্বাচিত করবেন। অপরদিকে আ.লীগ মনোনয়ন প্রত্যাশীরা নৌকা পেলেই নিশ্চিত পাস - এ আশায় মনোনয়ন যুদ্ধে নেমে আ.লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন জনগণের কাছে তুলে না ধরে নিজেদের কিচ্ছা কাহিনী প্রচার করছেন। 

রাজনৈতিক বিশ্লেষকগণ জানান, শুধু নাগরপুর- দেলদুয়ার সংসদীয় আসনেই নয়, এ ভাইরাস ছড়িয়েছে সারা টাঙ্গাইল জুড়ে। এরুপ কাদা ছোঁড়াছুড়ি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্যের সমর্থক আর যারা মনোনয়ন প্রত্যাশী তাদের বেনিফিট কি ? যখন আসন্ন সংসদ নির্বাচন, ঠিক এমন সময় তারা নিজেরা নিজেদের প্রতিদ্বন্দী ভাবতে শুরু করছেন আর দলীয় ইমেজ নষ্ট করছেন। আ.লীগের বাইরেও যে আরো দল আছে তারা বেমালুম ভুলে গেছেন। এতে ক্ষতি বাংলাদেশ আ.লীগের, ক্ষতি দেশরত্ন শেখ হাসিনার। 

তবে সম্প্রতি নির্বাচন ঘিরে বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরাও সংশ্লিষ্ট এলাকায় আসা-যাওয়া শুরু করেছেন। অনেক আসনে বড় দুই দলের একাধিক সম্ভাব্য প্রার্থী বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। তারা বিভিন্নভাবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। মনোনয়ন পেতে আ.লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা প্রচারণা ও লবিং শুরু করেছেন। এ আসনে নতুন মুখসহ ১৫ থেকে ২৭ জন সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। বিগত দিনে সংগঠিত জাতীয় সংসদীয় নির্বাচনে দেশের বড় দুই রাজনৈতিক দল আ.লীগ ও বিএনপির মধ্যেই প্রতিদ্বন্দিতা হয়েছে। টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। আবারও তিনি মনোনয়ন প্রত্যাশী। এ ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক তুখোড় ছাত্রনেতা তারেক শামস খান হিমু, নাগরপুর উপজেলা আ.লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলহাজ্ব মো. খুরশিদ আলম বাবুল, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কুদরত আলী, সম্মানীত সদস্য কাজী এ.টি.এম আনিসুর রহমান বুলবুল, দেলদুয়ার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, পরিচালক বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানী লিঃ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সদস্য ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব, সতন্ত্র সদস্য বাংলাদেশ আ.লীগ যুক্তরাজ্য শাখা ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম, জেলা আ. লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ইনসাফ আলী ওসমানীর নাম আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে। 

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- দলের কেন্দ্রীয় নেতা নুর মোহাম্মদ খান, জেলা বি.এন.পি সিনিয়র সহসভাপতি এ্যাড. আলী ইমাম তপন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম, সহ-সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সম্মানীত সদস্য দিপালী চক্রবর্তী, সদস্য রবিউল আওয়াল লাভলু, সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ, সদস্য শরীফ উদ্দিন আরজু, সদস্য এ্যাড. মো. ইকবাল হোসেন খান, সদস্য হাইকোর্ট সাবেক ট্রেজারার এ্যাড. নাসরিন আকতার, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান (চাঁন খা), সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুক্তরাজ্য ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য দিলিপ ধর সেন্টু, জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রহিম সুমন দলীয় মনোনয়ন চাইবেন।

Related Article