৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

নাগরপুর বেকড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

১৭ জানুয়ারী, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুর বেকড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কৃষক দলের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধারাবাহিকভাবে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭জানুয়ারি ’২৫ রোজ শুক্রবার বিকেল ৩:০০ ঘটিকার সময় বেকড়া পূর্ব পাড়া সিদ্ধেশ্বরী মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পূর্বেই বেকড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কৃষক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসে সমাবেশে উপস্থিত হয়।


বেকড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মন্টু খান এর সভাপতিত্বে এবং নাগরপুর উপজেলা কৃষকদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জাহিদ এর সঞ্চালনায় উক্ত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম, বিপ্লবী সাধারণ সম্পাদক ত্যাগী ও নির্যাতিত মেধাবী নেতৃত্ব মোঃ হাবিবুর রহমান হবি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা যুবদলের সিনি: যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, নাগরপুর উপজেলা কৃষকদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন আহমেদ শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ),  জাসাস নাগরপুর উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার চৌধুরী, বেকড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আল মজিদ হেলাল, সাধারণ সম্পাদক মোঃ সালেক মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, বেকড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর মিয়া, যুবদল নেতা মোহাম্মদ সুমন বাপ্পি, কৃষকদল নেতা রুবেল মিয়া প্রমুখ।

কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কোন বক্তব্য না থাকায় আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপ সমূহের উপর লিখিত প্রতিবেদন পাঠ করেন নাগরপুর উপজেলা কৃষকদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জাহিদ।

লিখিত প্রতিবেদনে স্বাধীনতা পরবর্তী কৃষকদের কল্যাণে বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গৃহীত পদক্ষেপ এবং পরবর্তীতে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় গৃহীত পদক্ষেপ সমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপের নামে জনগণের অর্থ লুটপাটের চিত্র তুলে ধরা হয়।

লিখিত প্রতিবেদন পাঠ শেষে উপস্থিত কৃষক দলের নেতৃবৃন্দদের নিকট থেকে আগামী দিনে কৃষকদের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

কৃষকদের নিকট হতে পরামর্শ গ্রহণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম, বিপ্লবী সাধারণ সম্পাদক ত্যাগী ও নির্যাতিত মেধাবী নেতৃত্ব মোঃ হাবিবুর রহমান হবি, নাগরপুর উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

শুভেচ্ছা বক্তব্য শেষে সমাবেশের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উক্ত কৃষক সমাবেশে বেকড়া ইউনিয়ন বিএনপি, কৃষক দল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Related Article