০৭ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি: মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) ময়মনসিংহের পুলিশ লাইন্সে টুর্নামেন্ট চলাকালে
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে "পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট—২০২৪' অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাতে জেলার পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে "পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট—২০২৪’’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম)।
এ সময় তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত রাখা এবং অফিসার ও ফোর্সের কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফাল্গুনী নন্দী (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার মো: সুমন মিয়া (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার (গৌরীপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার, ত্রিশাল সার্কেল, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অফিসার এবং ফোর্সের অন্যান্য সদস্যবৃন্দ।