৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / বিশ্বকাপ ফুটবল

মরক্কোর জয়ে আনন্দে ভাসছে আরব বিশ্ব

১১ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: মরক্কোর জয় উদযাপনে দেশটির অন্যতম বড় শহর কাসাব্লাঙ্কার রাস্তায় মানুষের ঢল।

বুধবার সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ফ্রান্স। মরক্কোর সমর্থকরা বলছেন, কোয়ার্টার ফাইনালের এই জয় তাদের স্বপ্নকেও ছাড়িয়ে গেছে।

কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। আরব বিশ্ব ও আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দেশটি।

মরক্কোর এমন জয়ের পর আনন্দের জোয়ারে ভাসছে আরব বিশ্ব।

পর্তুগালের সঙ্গে ঐতিহাসিক জয় উদযাপনে মরক্কোর পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী কাসাব্লাঙ্কায় রাস্তায় মানুষের ঢল নামে। মরক্কোর ইংরেজি সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজের ব্যবস্থাপনা পরিচালক আদনান বেনিস আল জাজিরাকে বলেন, ‘আফ্রিকা ও আরব অঞ্চলের জন্য এই জয়ের গুরুত্ব ভাষায় বোঝানো যাবে না।’

বেনিস আল জাজিরাকে বলেন, ‘এই অর্জন আমাদের জন্য বিশাল, যা হয়েছে তা দেখে বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের আজ রাতের ঘুম হবে না।’

বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের বিরুদ্ধে জয় পাওয়ার পর ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় মরক্কোর খেলোয়াড়দের। এর মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের মাঠে মধ্যপ্রাচ্যের সংগ্রামরত রাষ্ট্রটির জন্য সংহতি প্রদর্শন করে তারা।

মরক্কোর জয় উদযাপন করেছেন ফিলিস্তিনিরাও। অবরুদ্ধ গাজায় হাজার হাজার মানুষ মরক্কোর জয়ের পর গান গেয়ে, স্লোগান দিয়ে মরক্কোর জয় উদযাপন করেন।

বুধবার সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ফ্রান্স। মরক্কোর সমর্থকরা বলছেন, কোয়ার্টার ফাইনালের এই জয় তাদের স্বপ্নকেও ছাড়িয়ে গেছে।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের টিকিট না পেয়ে দোহা সৌক ওয়াকিফে খেলা দেখেছেন মরক্কোর আব্দুল আজিজ। তিনি আল জাজিরাকে বলেন, ‘একটি দুর্দান্ত ম্যাচ ছিল। দলটি খুব কৌশল নিয়ে খেলেছে এবং পুরো দল তাদের কোয়ালিটি দেখিয়েছে। প্রথমার্ধে খেলোয়াড়রা একটি গোল করতে চেয়েছে, আর দ্বিতীয়ার্ধে তারা খুব কৌশলী হয়ে খেলেছে।’

বাহরাইনের নাগরিক হোসাইন বলেন, ‘এই প্রথম কোনো আরব দল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় আমি গর্বিত।’

ইরাকের রাজধানী বাগদাদেও মরক্কোর জয়ের পর উদযাপন করেছেন স্থানীয় জনগণ।

আল জাজিরার প্রতিবেদক মাহমুদ আবদেলওয়াহেদ বলেন, ‘রাতভর উদযাপন করেছেন মানুষজন। মানুষ খুবই উচ্ছ্বসিত। মনে হচ্ছে ইরাকই ম্যাচ জিতেছে।’

Related Article