৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

মো:সরোয়ার হত্যার মামলার আসামী ভবতোষ বড়ুয়াকে ধরিয়ে দিন

১৮ নভেম্বর, ২০২৩

ছবি: মো: সরোয়ার খুনের আসামী

এতদ্বারা সর্বসাধরণকে জানানো যাচ্ছে যে, ছবির এই ব্যাক্তির নাম ভবতোষ বড়ুয়া (ভিক্ষুনাম:- আনন্দশ্রী ভিক্ষু) মৃত পরিমল বড়ুয়ার ছেলে। 

ভবতোষ বড়ুয়া, সে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলা ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের, ১৮৬৩ ওয়ালাপালং এর রাজাপালং গ্রামের বাসিন্দা,সে একজন বৌদ্ধ সন্ন্যাসী।

 সে মো: সারোয়ার হত্যা মামলার ২নং আসামী, যার উখিয়া থানার মামলা নং-৮ (২)২০, তারিখ ১০/০২/২০২০ইং এবং জি.আর মামলা নং ৯৮২/২০ ইং। 

কোন সচেতন ব্যক্তি উপরোক্ত ছবির এই ব্যাক্তিকে দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে অবগত থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ অথবা ফোন করার জন্য অনুরোধ করা হল। প্রশাসনকে সহযোগিতার জন্য সহযোগী ব্যক্তিকে পুরস্কৃত করা হইবে। 

আদেশক্রমে :-
উখিয়া থানা, কক্সবাজার। 
যোগাযোগ : +৮৮০১৬৩৯-১৯১০১৯

Related Article