০৩ জানুয়ারী, ২০২৩
ছবি: কঙ্গালের চিত্র। (সংগৃহীত)
নরসিংদী জেলার মনোহরদীতে বিলে পাওয়া গেল বস্তাবন্দি মানব কঙ্কাল। আজ মঙ্গলবার ৩ জানুয়ারি মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে বিলে পাওয়া যায় এই বস্তাবন্দি কঙ্কালটি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী আজ দুপুরের দিকে মনোহরদী জেলার চরমান্দালিয়া ইউনিয়নে চরমান্দালিয়া ঈদগাঁ মাঠ সংলগ্ন নালী বিলে বস্তা বর্তি কঙ্কাল পাওয়া গেছে। এলাকাবাসী জানান একার কয়েকজন বিলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি বস্তা দেখতে পান। পরে কৌতুহলবসত বস্তাটি তারা ডাঙায় নিয়ে আসেন। বস্তাটি খুলার পর বেরিয়ে আসে মানব কঙ্গাল। পরে তারা আশেপাশে থাকা এলাকার আরো মানুষদের ডেকে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বিপুল জানান,' বস্তাটি ডাঙায় তুলার পর বস্তার মুখ খুললে আমরা এর ভিতর মানব কঙ্কাল দেখতে পায়, এটা দেখে আমরা হতভম্ব হয়ে যায়'। এলাকায় এই ঘটনা প্রচার হলে উৎসুক জনতা চাঞ্চল্যকর এই ঘটনা দেখতে বিলের পাড়ে ভীড় জমান।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব ফরিদ উদ্দীন বলেন, ' আমরা খোজ পেয়েছি চরমান্দালিয়াতে বস্তাবন্দি মানব কঙ্কাল পাওয়া গেছে, এই বিষয়ে তদন্তের পর বলা যাবে বিস্তারিত '।
Good news
Good