০৫ ডিসেম্বর, ২০২২
ছবি: পাটের গুদামে আগুন জ্বলছে
চাপাইনবয়াবগঞ্জ শিবগঞ্জে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এতে প্রায় ৫ শত মণ পাট পুড়ে ছাই ও প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া মধ্যপাড়া এলাকার মৃত কুড়ান আলীর ছেলে মো: জালাল উদ্দীনের বাড়ি সংলগ্ন পাটের গুদামে । প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ৩রা ডিসেম্বর ২০২২ বিকেল ৪ টায় বাড়ির ছাদে রক্ষিত শুকনো পাটে হঠাত আগুন জ্বলে ওঠে । মুহুর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে । প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষনে প্রায় ৫ শত মণ পাট পুড়ে ছাই হয়ে যায় । এতে প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান গুদাম মালিক মো: জালাল উদ্দীন । তিনি পৃথিবী সংবাদকে বলেন, বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ থাকায় সব টাকা দিয়ে পাট কিনে রেখেছিলাম কিছু লাভের আশায় । কিন্তু লাভ তো দূরের কথা, পুঁজি সহ সব পাট পুড়ে ছাই হয়ে গেলো । এখন আমি সম্বলহারা হয়ে গেলাম । আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে মো: জালাল উদ্দীন ও তার ভাই হযরত আলী বলেন, যেহেতু ছাদের উপরে আগুন লেগেছে, আমরা কিছুই বলতে পারছিনা কি থেকে এই আগুনের সূত্রপাত । এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে জানা ছিল না, আপনার কাছ থেকেই জানলাম । যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে ।
Good news
Good