৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে টানা ৪০ দিন মসজিদে গিয়ে ৫ওয়াক্ত নামায পড়ে সাইকেল পেল ৪ কিশোর

১১ এপ্রিল, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ মির্জাপুরে টানা ৪০দিন মসজিদে জামায়াতে নামায আদায় করায় ৪ কিশোরকে বাই-সাইকেল উপহার দেয়া হয়।

টানা চল্লিশ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামায জামায়াতে আদায় করে  প্ররস্কার হিসেবে সাইকেল পেল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াইল গ্রামের চার কিশোর। শুক্রবার  (১১ এপ্রিল) বাদ জুমা গোড়াইল বাযতুল ফালাহ মসজিদে এই পুরস্কার দেয়া হয়।

পুরস্কার প্রাপ্ত চার কিশোর হলো গোড়াইল গ্রামের জলিলের ছেলে বিধান হোসেন ১৩. একই গ্রামের মান্নানের ছেলে সামি (১২), স্বপন সিদ্দিকীর ছেলে রবিউল সিদ্দিকী (১২) ও মিজান সিদ্দিকীর ছেলে  রিয়াদ সিদ্দিকী (১১)। মসজিদে ইমাম মাওলানা আব্দুল আজিজের পচিালনায় পুরস্কার তুলে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মোবিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক রবিউল হাসান সিদ্দিকী, আব্দুল আলীম সিদ্দিকী, মফিজুর রহমান সিদ্দিকী শহিদ সিদ্দিকী প্রমুখ।

গত ফেব্রুয়ারি মাসে ইতালি প্রবাসি আফজাল মুসাদ্দিক সিদ্দিকী মুসা  ঘোষনা করেন ১০বছর থেকে ১৮ বছর বয়সি যেসকল মুসুল্লি টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামায মসজিদে এসে আদায় করবে তাদের প্রতিজনকে একটি করে সাইকেল উপহার দেয়া হবে। মসজিদের ইমাম আব্দুল আজিজ তাদের নামায আদায়ের বিষয়টি নিশ্চিত করেন। মসজিদের মুসুল্লি মফিজুর রহমান সিদ্দিকী বলেন, এই ধরনের উদ্যোগ মসজিদে কিশোর ও যুবকদের নামাযে আগ্রহ বাড়াবে ,বলে তিনি মনে করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good