২৩ মার্চ, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ মাটি ব্যবসায়ীদের বিরোদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের ১০ ঘন্টার সাড়াঁশি অভিযানে চার মাটি ব্যবসায়ীকে দশলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ মার্চ) বিকেল রোববার রাত দুইটা পর্যন্ত টানা দশ ঘন্টা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। সহকারি কমিশনার মাসুদুর রহমান এসময় তাকে সহায়তা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের আবুল সিকদারের ছেলে রাজীব সিকদারকে পাঁচ লক্ষ টাকা, বেলতৈল গ্রামের লুৎফর রহমানের ছেলে আহাদকে দুই লক্ষ টাকা, পলাশতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে সারোয়ার হোসেনকে দুই লক্ষ টাকা, একই গ্রামের কবির হোসেনের ছেলে হৃদয়কে একলক্ষ টাকা জরিমানা করেন।
তারা দীর্ঘদিন ধরে আজগানা ইউনিয়নের বেলতৈল ভূলুয়া ও পলাশতলী এলাকায় পাহাড়ী লাল মাটি কেটে বিক্রি করছিল। সহকারি কমিশনার মাসুদুর রহমান জানান, মাটি ব্যবসায়ীদের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স। মাটি কাটার বিরোদ্ধে অভিযান চলমান থাকবে।
Good news
Good