১৬ মার্চ ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে প্রধান শিক্ষকের বিরোদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষার্থীদের

২২ অগাস্ট, ২০২৪

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল মোহাম্মদ মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে তার বিচার ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।
 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কে অভিযুক্ত ওই শিক্ষকের পদত্যাগ ও তার বিচারের দাবিতে  প্রায় এক ঘন্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় এলাকাবাসি শিক্ষার্থীদের সাথে যুক্ত হন।
 

অভিযুক্ত প্রধান শিক্ষক এমরানের বিরোদ্ধে ছাত্রীদের যৌন হেনস্থাসহ, বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডের টাকা আত্মসাৎ, কর্মচারী ও শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্য, সরকারী টিন বিক্রি, অতিরিক্ত বেতন আদায়, রশিদ বিহীন অর্থ গ্রহণ, বিদ্যালয় রাজনীতিমুক্তকরণ নানা অভিযোগ করে শিক্ষার্থীরা।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বেতন মওকুফসহ ২৩ দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরোদ্ধে আনা সবগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

যৌন নিপীড়নের বিষয়ে তিনি বলেন, যদি কোন শিক্ষার্থী প্রমাণ দিতে পারে তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবো।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good