৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে প্রবাসীর জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৫

১৭ ফেব্রুয়ারী, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ জমি নিয়ে সংঘর্ষে আহতদের কয়েকজন।

টাঙ্গাইলের মির্জাপুরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসির জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রæয়ারি) সকালে উপজেলার বড়দাম গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সকালে উপজেলার লতিফপুর ইউনিয়নের বড়দাম গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আবু রায়হানের বসতবাড়ির আঙ্গিনার জমি দখলের চেষ্টা করে ওই গ্রামের শাকিব, আতিক, সাঈদ, সজিবের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রধারী। প্রবাসীর পরিবারের সদস্যরা  তাদের বাধা দিলে তাদের ওপর  দা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হলে  প্রবাসী আবু রায়হান, তার বাবা আব্দুস সালাম, বড় ভাই জাকির হোসেন, ফুপু ছুরিয়া, চাচা সানোয়ার আহত হন।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামুর্কী  চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) প্রবাসী আবু রায়হান ১০ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযুক্ত সজিব তাদের বিরোদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সরজমিন তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good