৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

২০ মার্চ, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করছেন ইউএনও এবিএম আরিফুল ইসলাম

টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। পুড়ে যাওয়া ৮টি দেকানের মধ্যে ঔষধ ও রেডিমেট কাপড়ের দোকান রয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।
 

আগুনে আরিফ স্টোর, খান ফার্মেসী,  সায়েম মটরস, তিন ভাই স্টোর, গফুর গার্মেন্টস, তাইবুর গার্মেন্টস, সালাম গার্মেন্টস ও শিপনের জুতার দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে যায়।
 

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন অগ্নিকান্ডের  বিষয়টি নিশ্চিত করেছেন ।
 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাথরঘাটা বাজারে একটি দোকানে আগুন দেখতে পায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এক পর্যায়ে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, আগুনের খবরে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে এক ইউনিট কাজ করার পর পরবর্তীতে আগুন চারদিকে ছড়িয়ে পরলে আরো দুটি ইউনিট যুক্ত করা হয়।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সমন্বিত চেস্টায় রাত ২টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ৮টি দোকানে আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। 
 

অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।

জামায়াতের মির্জাপুর উপজেলা সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধা, সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাহজাহান, আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good