৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে নদীতে মাছ ধরতে গিয়ে শিশু নিখোঁজ

০৫ সেপ্টেম্বর, ২০২৪

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: ফাতেমা (৮)

টাঙ্গাইলের মির্জাপুরে ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে ফাতেমা (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  সকাল ১১ টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়।

সে উপজেলার বহুরিয়া গ্রামের সাহাদত হোসেন খানের মেয়ে।
 

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাহাদত হোসেন খানের ছেলে সোহান খানের সাথে মাছ ধরতে চান্দুলিয়া নদীতে যায়। বহুরিয়া আদর্শ নূরানী ও হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী ফাতেমাকে নদীর উত্তর পাশে রেখে সোহান সাতার কেটে নদীর দক্ষিণ পাশে যায়।

সেসময় ফাতেমা অন্য শিশুদের সাথে খেলতে খেলতে পানিতে ডুবে যায়। এরপর তাকে আর পাওয়া যায়নি। 

ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি।
এব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।

পরে ডুবুরি দলের সদস্যরা দুপুর সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনেক খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া পাইনি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good