৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মির্জাপুরে কলেমা পড়ে মুসলমান একপরিবারের ৪জন

২৯ নভেম্বর, ২০২৪

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুরে কলেমা পড়ে মুসলমান হলেন ৪জন

টাঙ্গাইলের মির্জাপুরে কলেমা পড়ে মুসলমান হলেন একই সঙ্গে একপরিবারের ৪জন। তারা  বৌদ্ধ ধর্মত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার জু’মার খুতবার পর তারা মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের খতিব ড. সালাহ উদ্দিন আশরাফি তাদের কলেমা পাঠ করান।
 

জানা গেছে, খাগড়াছড়ি জেলার লক্ষীপুর উপজেলার নীল কুমারী কার্বারীপাড়া গ্রামের বান্দিসা নম চন্দ্র চাকমার ছেে রুপম চাকমা (৪০) তার স্ত্রী ছবি চাকমা (৩৮) তাদের সন্তান সোনালী চাকমা (১৮) ও সীমান্ত চাকমা।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট এ এইচ এম লুৎলুল কবীরের চেম্বারে  উপস্থিত হয়ে এ্যাফিডেভিড ঘোষণার  মাধ্যমে তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। 

 রুপম চাকমার বর্তমান নাম আব্দুল্যাহ ছবি রানী চাকমার  নাম আমেনা সোনালী চাকমার নাম ফাতেমা/ মাফুজা আক্তার এবং সীমান্ত চাকমার  নাম সাজিদুল ইসলাম রাখা হয়। মাওলানা ড. সালাহ উদ্দিন আশরাফি জু’মার নামাযের পর নওমুসলিমদের জন্য বিশেষ মোনাজাত করেন। ইসলাম ধর্ম গ্রহণ করা আবদুল্লাহ্ বলেন, ইসলাম ধর্মে রয়েছে আল্লাহর অনেক রহমত। তাই আমি বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। 

পাশাপাশি আমার সঙ্গে আমার পরিবারের অন্য সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি সকলের কাছে সহযোগিতা কামনা করি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good