০৭ অক্টোবর, ২০২৩
ছবি: ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান
শনিবার (৭ অক্টোবর) কবি, সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিকদের পদচারণায় শরৎ আড্ডায় প্রেসক্লাব অঙ্গন মুখরিত ছিল। তাদের কবিতা ও আলোচনা উঠে আসে দেশ প্রেমের নানা কথা ।
আলোচনা হয় মহান মুক্তিযোদ্ধে কবি, সাহিত্যিক ,শিক্ষক ও সাংবাদিকদের অসামান্য অবদানের কথা।
সকাল দশটায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাহিত্যি ও সাংস্কৃতিক সংগঠন ‘সৃজন মির্জাপুর’ এই শরৎ আড্ডার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান। সৃজন মির্জাপুর এর সভাপতি সহিনুর রহমানের সভাপতিত্বে এই সাহিত্য আড্ডায় আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বসুন্ধরা পুরস্কার প্রাপ্ত সাংবাদিক অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ওপার বাংলার (কলকাতা) নিসর্গপ্রেমী কবি দীণেশ চন্দ্র বিশ্বাস, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সভাপতি নিরঞ্জনপাল, মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মহসীন শিপন,
সাংবাদিক হারুন অর রশিদ, কবি গোপাল কর্মকার, শফি উদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন প্রিন্সিপাল মোশারফ হোসেন, সৃজন মির্জাপুরের সাধারণ সম্পাদক আবৃত্তিকার ও লেখক জহিরুল ইসলাম শেলী, নজরুল ইসলাম, দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, উর্মিলা পাল, কবি আবু হানিফ খান, কবি সহিদুর রহমান প্রমুখ।
শরৎ আড্ডায় কলকাতা ও টাঙ্গাইল জেলার শতাধিক কবি সাহিত্যিক শিক্ষক ও সাংবাদিক অংশ গ্রহণ করেন। এসময় তারা শরৎ, দেশাত্ববোধক স্বরচিত কবিতা ও বিভিন্ন বিষয়ে মনোজ্ঞ আলোচনায় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।