২৮ অগাস্ট, ২০২৪
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ মির্জাপুরে বস্তির বাজার এলাকায় গরু চোর সন্দেহে এলাকাবাসি ৮জনকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে
টাঙ্গাইলের মির্জাপুরে চোর সন্দেহে ৮ যুবককে আটক করেছে জনতা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের শিরঘাটা গ্রাম (বস্তির বাজার) থেকে তাদের আটক করে গণধুলাই দেয় স্থানীয়রা।
মির্জাপুর থানা পুলিশ খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় তাদের থানায় নিয়ে আসে।
জানা গেছে, সম্প্রতি তরফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেলে অনেক কৃষক গোয়ালের গরু চুরি রোধে নিজেরাই পাহারা দিচ্ছেন। মঙ্গলবার গভীর রাতে ৮ জন যুবক পিকআপ নিয়ে শিরঘাটা গ্রামে যায়।
এলাকার লোকজন গরু চোর সন্দেহে তাদের ঘেরাও করে আটক করেন। পরে তাদের গণপিটুনী দিয়ে পাশের বস্তিবাজার এলাকায় একটি ঘরে আটক করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তায় তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, মির্জাপুর উপজেলার বাশতৈল নয়াপড়া গ্রামের জলিল, ইসমাইল, রুবেল, জমির, জুয়েল, গোসাই, ছমির হক ও রায়হান।
গণপিটুনীর শিকার হওয়ায় তাদেরকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, আটককৃতদের ব্যাপারে তদন্ত চলছে।
Good news
Good