৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

মির্জাপুরে দুটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ প্রবাসী গ্রেপ্তার

১৫ এপ্রিল, ২০২৩

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: বিদেশী পিস্তলসহ গ্রেফতার আরজু

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বিদেশি পিস্তল ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ আরজু মিয়া (৫০) নামে এক সৌদি প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরজু মিয়া স্বল্প মহেড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। 
 

পুলিশ জানায়, শুক্রবার রাতে মির্জাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্বল্প মহেড়া গ্রামে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালান। আরজু মিয়ার বসত ঘরে তল্লাসী চালিয়ে জাপানি তৈরি দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড তাজা গুলি, দেশীয় তৈরি রাম দা, কয়েকটি চাকু, কয়েকটি ছুরি, দুটি চাপাতি, তিনটি টর্চ লাইট, কাটার, দুটি প্লাস, কয়েটি স্কুড্রাইভার, মোবাইল ফোন, স্টিল টেপসহ বিপুল সংখ্যাক অস্ত্র উদ্ধার এবং আরজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। 
 

খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, ঘটনাস্থল পরিদর্শন করেন। 
আরজু মিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় অস্ত্র মামলা হয়েছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানিয়েছেন। 
 

পারিবারিক সূত্র জানায়, আরজু মিয়া তিন বছর ধরে সৌদি আরব থাকেন। এর আগে সে প্রায় দশ বছর দক্ষিণ কোরিয়া ছিল। সে সৌদি থেকে ছুটিতে এসেছে। আগামী ঈদুল ফিতরের পর তার সৌদি ফিরে যাবার কথা রয়েছে।
টাঙ্গাইলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মর্জাপুর সার্কেল) এস এম মনসুর মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ বিপুল সংখ্যাক দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। 

জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। 

Related Article