২৯ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল). মির্জাপুরে বিএনপি’র মত বিনিময় সভা ।
একদফা দাবি আদায়ের আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে মির্জাপুরে দলীয় নেতাদের সাথে মত বিনিময়
করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) তার নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় মির্জাপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার আহ্বায়ক কমিটির বিএনপি ও ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ছাত্রদলকে আরও দলকে সুসংগঠিত ও সামনের সকল আন্দোলন সংগ্রাম কে বেগবান করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক, এসএম সহ সভাপতি সহ সভাপতি জুলহাস মিয়া, ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আব্দুল্যা আল মামুন, ওয়াজেদ মৃধা সহ উপজেলা, পৌর ও কলেজ শাখার আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ।