০২ নভেম্বর, ২০২৩
ছবি: মির্জাপুরে বিএনপি ও জামায়াতের গ্রেফতারকৃত নেতাকর্মী।
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ বিএনপি ও বাংলাদেশ জামায়েতে ইসলামীর পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা শ্রমিক দলের যুগ্মসম্পাক মো. আব্দুল আল মামুন, বাংলাদেশ জামায়েতে ইসলামীর ফতেপুর ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মো. আরিফুর রহমান খান, জামুর্কী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইদুল ইসলাম তাপস, বানাইল ইউনিয়নের বিএনপি নেতা ইউপি সদস্য আরিফুর রহমান সোহেল ও বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী মো. ফারুক হোসেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Good news
Good