২০ মার্চ, ২০২৫
ছবি: মির্জাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতারও দোয়া মাহফিল এবং সদ্য যোগদানকৃত নবীন সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. সুলতান উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, পিটিআই সুপার টাঙ্গাইলের প্রতিনিধি আশরাফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি, মো. মঞ্জুর কাদের, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় নেতা দেওয়ান আজাদুর রহমান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সদ্য নিয়োগ প্রাপ্ত ২৫জন সহকারী শিক্ষককে নবাগত সংবর্ধনা দেয় হয।
Good news
Good