০৩ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: মির্জাপুরে ৭ ইট ভাটায় অভিযান
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা সেই ৭টি ইটভাটায় তৃতীয়বারের মত অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর । সোমবার (৩ ফেব্রæয়ারি) সকাল থেকে উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে সাতটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি এন্ড বি ব্রিকস, সান ব্রিকস ও রান ব্রিকস নামের ৭টি ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ এইচএসবি নামক একটি ইটভাটা মালিককে যথাযথ কাগজপত্র না থাকায় ২ লক্ষ টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে ।
গত দুই মাসের মধ্যে তৃতীয় বারের মতো ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করলো পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। গত ৯ জানুয়ারি অভিযান পরিচালনা করে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়। কিন্তু ইটভাটার মালিকরা নির্দেশ অমান্য করে পুনরায় চিমনি স্থাপনের মাধ্যমে ইটভাটায় ইট পোড়ানোর কার্যক্রম শুরু করে। এরআগে গত ১২ ডিসেম্বর প্রথম অভিযান পরিচালনা করে ইটভাটাগুলোকে মোট ২৪ লক্ষ টাকা অর্থদÐ প্রদান ও বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত। অভিযানে টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারি পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর প্রমুখসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
Good news
Good