৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ কর্মী মকসুদ এর মৃত্যু

১৮ ডিসেম্বর, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: মৃত যুবলীগ কর্মী মকসুদ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকায় ছুরিকাঘাতে মকসুদ (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মকসুদ ইউনুছখালী এলাকার মৃত আফলাতুন এর ছেলে। তিনি একজন যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।

পরিবার সূত্রে জানা যায়- গত ৮ডিসেম্বর ( শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় মকসুদ।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় মকছুদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ডিসেম্বর (রবিবার) বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

স্থানীয় ভাবে জানা গেছে- স্থানীয় প্রতিপক্ষ আহাসান উল্লাহর পূত্র তারেকের নেতৃত্বে কয়েকজন লোক মদ্যপ অবস্থায় পূর্ব শুত্রুুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় গুরুতর আহত মকছুদ অবশেষে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেন।

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ(ওসি) সুকান্ত চক্রবর্তী- নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনার সাথে যুক্তদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান।

Related Article