০৬ জানুয়ারী, ২০২৪
ছবি: আটক আসামী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতাকারীদের নিকট অন্যতম অস্ত্র সরবরাহকারী শাহাদাত হোসেন দোয়েল প্রকাশ দোয়েল্যা’কে ০৩টি দেশীয় অস্ত্রসহ কক্সবাজারের চকরিয়া পৌরসভারস্থ মাষ্টারপাড়া এলাকা থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করেছে।
র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ নজরদারী এবং গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ জানুয়ারি ২০২৪ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় কক্সবাজারের চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভারস্থ মাষ্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র সরবরাহকারী শাহাদাত হোসেন দোয়েল প্রকাশ দোয়েল্যা (৪৪), পিতা-ফজলুল হক, সাং-মোহাম্মদ শাহঘোনা, কালামারছাড়া, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় দেশীয় তৈরী ০২টি ওয়ানশুটারগান, ০১টি এলজি, ০১টি ধারালো চাকু এবং ০৫টি সিগন্যাল বাতি'।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতাকারীরা তার মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে। গ্রেফতারকৃত আসামী অস্ত্রের চাহিদা পাওয়ার পর সে বিভিন্ন অস্ত্রের কারিগরদের নিকট থেকে অস্ত্র সংগ্রহ করতো এবং তার নিজের দু’জন কারিগর রয়েছে তাদের মাধ্যমে অস্ত্র তৈরি করে নাশকতাকারীদেরকে ১৫ থেকে ২০ হাজার টাকা অর্থের বিনিময়ে এই অস্ত্রগুলো সরবরাহ করতো। সে ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র নাশকতাকারীদের নিকট সরবরাহ করেছে বলে স্বীকার করে।
সে মহেশখালীতে থাকা অবস্থায় জলদস্যুতা, ডাকাতি, অপহরণ, অস্ত্র সরবরাহ, বিভিন্ন হত্যাকান্ড, নির্বাচনে অরাজকতা, মারামারি ও সহিসংতা সৃষ্টি, হত্যাকান্ড সংঘটিত করতো। এ সকল অপরাধে জড়িয়ে পড়ে সে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে একপর্যায়ে চকরিয়ায় বসবাস শুরু করে এবং সেখানেও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। রেকর্ডপত্র যাচাইয়ান্তে তার বিরুদ্ধে হত্যা, খুন, অপহরণসহ বিভিন্ন অপরাধে মহেশখালী ও চকরিয়া থানায় সর্বমোট ১০টির অধিক মামলা রয়েছে বলে জানা যায়।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে - গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Good news
Good