১৬ ডিসেম্বর, ২০২২
ছবি: মেডিকেল ক্যাম্প
বাগেরহাট সদরের বারুইপাড়া বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দরবন ব্লাড ডোনার্সক্লাবের উদ্যোগে ফ্রী শিশু স্বাস্থ্য সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প এর আয়োজন করা হয়।
শিশু স্বাস্থ্যসেবা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ রিয়াদ হাসান।
উক্ত মেডিকেল ক্যাম্প এর সার্বিক ভাবে সহযোগিতা করেন বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী মোড়ল।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সুন্দরবন ব্লাড ডোনার্সক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক নূরুদ্দীন মুহাম্মদ ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক কাজী নাজমুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল রানা, ফাহিম হাসান, আল মামুন, নাজমুল হাসান, বুলবুল কবির সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
মেডিকেল ক্যাম্প থেকে প্রায় অর্ধশত মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।