২৩ নভেম্বর, ২০২২
ছবি: লেভানদোভস্কির পেনাল্টি শর্ট ফিরিয়ে দেন ওচোয়ার
সি গ্রুপের প্রথম ম্যাচে মরুভূমির দেশ সৌদি আরবের কাছে হেরেছে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। এ হারের যেন প্রভাব পড়েছল সি গ্রুপের বাকি দুইদল মেক্সিকো-পোল্যান্ড ম্যাচে। তারা দুইদল শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ভাবখানা ছিল এ রকম যে এ ম্যাচে না হারা যাবেই না!
পুরো ৯০ মিনিটের খেলায় লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল, গোল শূন্য ড্র হয়েছে ম্যাচ। তবে অবশ্যই পোল্যান্ডের কাছে ম্যাচ জয়ের সুযোগ আসে কিন্তু তা কাজে লাগাতে পারেনি পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানদোভস্কির। মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়ার ফিরিয়ে দেন লেভানদোভস্কির শর্ট। ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি বক্সে লেভানদোভস্কিকে ফেলে দেন কামিনস্কি।
ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লেভার নেয়া পেনাল্টি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলকিপার ওচোয়া।
প্রথমার্ধে বেশির ভাগ সময়ই দুইদল রক্ষণাত্মক ফুটবল খেলেছে। প্রথমার্ধে দুই দল মিলিয়ে গোলের ভালো সুযোগ একটাই তৈরি করতে পেরেছে। সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি মেক্সিকোর সানচেজ। তার গতিময় শটটি পোল্যান্ডের গোলকিপার ভয়চেক সেজনিতে পরাস্ত করলেও চলে যায় বারের ওপর দিয়ে।
দ্বিতীয়ার্ধে দুই দলই অবশ্য আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে।কিন্তু কেউ আর জালে বল জড়াতে পারেনি। আক্রমণ করার দিক থেকে অবশ্য এগিয়ে ছিল মেক্সিকো। কিন্তু তাদের বেশিরভাগ আক্রমণই মুখ থুবড়ে পড়েছে অ্যাটাকিং থার্ডে গিয়ে।
মেক্সিকোর আক্রমণ সামলে পাল্টা আক্রমণে উঠেছে পোল্যান্ডও। কিন্তু তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে মেক্সিকো গোল কিপার। তাই শুধু ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
আর্জেন্টিনা পরবর্তি তাদের দুই ম্যাচ খেলবে পোল্যান্ড ও মেক্সিকোর বিরুদ্ধে। এই দুই ম্যাচে মেসিদের অক্রমণভাগকে কঠিন পরিক্ষা দিতে দুইদলের রক্ষণভাগের কাছে।