১৭ মে, ২০২৩
ছবি: বোর ধান সংগ্রহ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অভ্যন্তরীণ বোর সংগ্রহ শুভ উদ্ভোধন করেন- সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বুধবার সকাল ১১ টায় মধ্যনগর খাদ্যগুদামের বোর সংগ্রহ শুভ উদ্ভোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাতিত্ব করেন মধ্যনগর খাদ্য নিয়ন্ত্রণ ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিন কুর্মী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার নির্বাহী অফিসার মো: জাহিদ হাসান খান, মধ্যনগর থানার ওসি মো: জাহিদুল হক, মধ্যনগর উপজেলার যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, ধর্মপাশা উপজেলা বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন, মোবারক হোসেন, আওয়ামীলীগ নেতা জহিরুল হক, অমরেশ রায় চৌধুরী, মৎস্যজীবী লীগের আহবায়ক মো: রহুল আমিন খান।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সমগ্র দেশে বোর সংগ্রহ চলছে। প্রকৃত কৃষকদের কাছ থেকে ন্যার্যমুল্যে ধান সংগ্রহ করা হবে বলে তিনি জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীলীগের।