৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

১০ মার্চ, ২০২৫

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: অবৈধ মেসার্স ভাই ভাই ব্রিকস

নওগাঁর মান্দায় পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় এক ইটভাটায় অভিযান পরিচালনা করে এস্কেভেটর দিয়ে ভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার গনেশপুর ইউনিয়নে নীলকুঠি মোড়ে মেসার্স ভাই ভাই ব্রিকস ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইটভাটায় এস্কোভেটার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস পানি দিয়ে ভাটার চলমান আগুন বন্ধ করে দেয়।

এই অভিযান পরিচালনা করেন, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও মো. সাকিব বিন জামান প্রত্যয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই মেসার্স ভাই ভাই ব্রিকসের মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইট নির্মাণ ও পোড়ানোর কাজ করে আসছিলেন।

এমন অভিযোগের প্রেক্ষিতে ওই ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন, মান্দা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স লিডার মোয়াজ্জেম হোসেন।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন। এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good