২৩ মে, ২০২৪
ছবি: বিএনপির সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে মনোজিৎ কুমার সরকার নামে উপজেলা বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া মনোজিৎ কুমার সরকার নওগাঁর মান্দা উপজেলার সাবেক বিএনপির সহ-সভাপতি। আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মনোজিৎ কুমার সরকার বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক করেছন এবং আমার সিদ্ধান্তই আমি অটল। আশা করি জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো।
এ বিষয়ে নওগাঁ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ বলেন, এই সরকারের এবং নির্বাচনের অধীনে আমরা বিএনপি থেকে নির্বাচনে অংশ গ্রহন করবো না। সে হিসেবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই। তাই দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এর আগেও নওগাঁ জেলার পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং মনোজিৎ কুমার সরকারসহ ছয়জনকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপি থেকে সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকারও রয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২০ মে ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন।
Good news
Good