৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

মান্দায় নবনির্বাচিত এমপি গামার নেতৃত্বে আনন্দ আনন্দ র‌্যালি

১৯ জানুয়ারী, ২০২৪

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মান্দায় নবনির্বাচিত এমপি গামার নেতৃত্বে আনন্দ র‌্যালির চিত্র

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নওগাঁর মান্দায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ জানুয়ারী) দুপুরে নবনির্বাচিত (স্বতন্ত্র) সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামার নেতৃত্বে এ আনন্দ র‌্যালি করা হয়। 

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মান্দা উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরালে ফুলের মালা দেওয়ার পরে উপজেলার প্রাণকেন্দ্র প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রবীণ আওয়ামী লীগনেতা খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য ব্রহানী সুলতান গামা।

এ সময় বক্তব্যে এমপি গামা বলেন, ৩৬৫ দিনের ঘুম এবং নামাজের অংশ বাদ দিয়ে আমি আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো। আমি মান্দার জনগণের সেবক আমার জীবন দিয়ে হলেও মান্দার মানুষের পাশে থেকে কাজ করতে চাই, আমি আবাসিক এমপি হিসেবে কাজ করতে চাই, আমি মান্দায় কোন ধরনের অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি করতে দেব না।

আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের নওগাঁ জেলার সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ শেখ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওশাদ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Related Article