০৭ অক্টোবর, ২০২৪
ছবি: প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন
নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে উপজেলা বিএনপি মতবিনিময় সভা করেছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে সতিহাট কেটি উচ্চবিদ্যয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলাম সরদার,
যুবদলনেতা বেলাল হোসেন, অ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিকুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহান, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান ও মাসুদ রানা, ছাত্রদলনেতা আবদুল হালিম দুলাল প্রমুখ।
Good news
Good