৩০ অগাস্ট, ২০২৪
ছবি: মাধবপুরে উচ্চ আদালতে নির্দেশন অমান্য করে নিলাম বিজ্ঞপ্তি দেওয়ায় সিএনজি চালকদের মানববন্ধন কর্মসূচি পালন করেন
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় উচ্চ আদালত ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশ লঙ্ঘন করে সিএনজি ষ্ট্যান্ডের নিলাম বিজ্ঞপ্তি দেওয়ায় স্থানীয় সিএনজি চালকগন প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়,বিগত ২৫ সেপ্টেম্বর ২০২২ উচ্চ আদালতের রিট পিটিশন নং ৪৬৪০/২০২২ এর আদেশের আলোকে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রত্যেক পৌরসভাকে সড়ক ও মহাসড়কে টার্মিনাল ছাড়া টোল আদায় না করতে নির্দেশনা প্রদান করে।ওই নির্দেশনার আলোকে যেকোন ষ্ট্যান্ডে টুল আদায় নিয়ম বহির্ভূত।
মাধবপুর পৌরসভার পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াঙ্কা পাল স্বাক্ষরিত গত ২৭ অগাস্ট নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করার মাত্র ৫ দিনের মাথায় আগামী ১ সেপ্টেম্বর নিলাম ডাকের তারিখ নির্ধারন করা হয়েছে।ওই ষ্টান্ডটির নিলামের সরকারি মূল্য ৭ লাখ ২১ হাজার টাকা নির্ধারন করে ১ বছর মেয়াদ দেয়া হয়েছে।
উপজেলার পৌর শহরের গাবতলী সিএনজি ষ্টান্ডটিতে প্রায় ২-৩ শত সিএনজি অবস্থান ও চলাচল করে আসছে।
স্থানীয় সিএনজি চালকদের অভিযোগ, আইনগত দিক বিবেচনা রেখেই এতদিন নিলাম ডাক দেওয়া হয়নি। উচ্চ আদালত টার্মিনালের ব্যতীত টোল আদায় করতে নিষেধ করেছে।পৌরসভা ও স্থানীয় প্রশাসনে এ বিষয়টি নিয়ে একাধিক লিখিত অভিযোগের জানানো হয়েছে।
হঠাৎ করে ৫ দিনের মধ্যে নিলাম ডাকা অত্যন্ত রহস্যজনক। এর মাধ্যমে সিএনজি চালকদের পেটে লাথি মারা হবে বলে দাবী চালকদের।
কাটিয়ারা গাবতলী সিএনজি কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ লোকমান মিয়া জানান,টোল আদায়ের জন্য স নিলাম দেওয়া সম্পূর্ণ বেআইনি। এর মাধ্যমে সিএনজি চালকরা ক্ষতিগ্রস্ত হবে।দ্রুত নিলাম বন্ধ না করলে আমরা বড় আন্দোলনের ডাক দিব।
খোঁজ নিয়ে জানা যায়,বিগত ২৮ এপ্রিল থেকে ১ মে ৪ দিন পৌরসভার টোল আদায় কাজে বাধা ও হামলার প্রতিবাদে পৌরসভার কর্মচারীরা কর্মবিরতি পালন করছিল।
যোগাযোগ করা হলে মাধবপুর পৌরসভার সচিব আমিনুল ইসলাম জানান,পৌরসভার একটি অন্যতম আয়ের উৎস টোল।আগেও গাবতলী ষ্ট্যান্ডে আগেও ছিল এখন আবার নিলাম দেয়া হলো।এখানে কোন আইন লঙ্ঘন হয়নি। একটি চক্র এটিকে পুঁজি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে জানতে মাধবপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)প্রিয়াঙ্কা পালকে একাধিক ফোন দেয়া হলেও তা রিসিভ হয়নি। একাধিকবার মেসেজ দেয়া হলেও পাওয়া যায়নি উত্তর।
Good news
Good