০৮ অক্টোবর, ২০২৩
ছবি: মাধবপুরে ট্রেনে কাটা পড়ে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে রেলে কাটা পড়ে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয় ,আজ( ৮) অক্টোবর সকাল ৯.৫০মিনিটের সময় এ ঘটনায় ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায় ,সিলেট থেকে
ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে দ্বি-খন্ডিত হয়ে যায়,সুমন ছিলেন উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের অন্তর্গত উত্তর নোয়াপাড়া গ্রামের আঃ নুর এর ছেলে , সুমনের বাবা জানান ছোটবেলা থেকেই সুমন ছিলেন শ্রবণ প্রতিবন্ধী এবং সরল সহজ টাইপের একটি ছেলে, সুমন প্রায় সময়ই রেল লাইন হয়ে রতনপুর রেলস্টেশন ও বাজার এলাকায় আসা যাওয়া করত। কিন্তু আজ কালনী ট্রেনে কেড়ে নিল আমার ছেলের প্রান।
সুমন বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটতে থাকে এমতাবস্থায় সিলেট থেকে ছেড়ে কালনী এক্সপ্রেস আসে এবং তাকে দেখতে পেয়ে অনেকগুলা হরণ দেয় ,তারপরও সে শুনতে পায়নি ।
পরবর্তীতে পার্শ্ববর্তী বাসিন্দারা আমাকে খবর দিলে, আমি ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের মরদেহ দেখতে পাই।
সাথে সাথেই শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দিলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব সাব্বির আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সত্যতা যাচাই করেন , মরদেহের সুরতহাল রিপোর্ট করে , আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ দাফনের নির্দেশ দেন।
Good news
Good