০৪ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: বকেয়া বেতন না পাওয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন
হবিগঞ্জের মাধবপুরে বকেয়া বেতন ভাতা প্রদান ও বেতন বৃদ্ধির দাবীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের স্টার ফোরসেলিন সিরামিকস কোম্পানির সামনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে কোম্পানির প্রায় এক হাজার শ্রমিক। এতে ঢাকা সিলেট মহাসড়কে কয়েক কিলোমিটার লম্বা যানযটের সৃষ্টি হয়। প্রচন্ড গরমে যানযটে আটক হাজার হাজার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আন্দোলনের খবর পেয়ে মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার একে এম ফয়সাল ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এবং স্থানীয় নেতৃবৃন্দ স্টার ফোরসেলিন সিরামিকস কোম্পানির কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের সব দাবী -দাওয়া পূরনে আশ্রস্ত করেন পরর্তীতে বিকাল সাড়ে চারটায় শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।
উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ একে এম ফয়সাল জানান,আমি শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে তাৎকনিক উপস্থিত হয়ে কোম্পানির কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।
আগামীকাল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে আলোচনা করে সকল সমস্যার সমাধান করা হবে।
Good news
Good