২৫ অক্টোবর, ২০২৪
ছবি: মাধবপুরে প্রতিচ্ছবির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদানকারীগন
পরিবেশবাদী সামাজিক সংগঠন প্রতিচ্ছবির উদ্যোগে হবিগঞ্জের মাধবপুরে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার শাহপুর এলাকায় প্রায় অর্ধশতাধিক অসহায় লোকজনের মধ্যে এ সেবা প্রধান করা হয়। এসময় সেবা গ্রহীতাদের মধ্যে বিনামূল্যে ওষুধ চশমাসহ ফ্রি মেডিসিন প্রদান করা হয়।
চক্ষু সেবায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশবাদী অরাজনৈতিক সংগঠন প্রতিচ্ছবি এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমরুল হাসান জাহাঙ্গীর। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এড: ফেরদৌস মিয়া, বিশেষ অতিথি ছিলেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, জেলা বাপার সদস্য আব্দুল কাইয়ুম; সাংবাদিক এস এম শামীম আহমেদ। স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেন মাধবপুর উপজেলা যুব ফোরাম ও প্রতিচ্ছবির উপজেলা সদস্যবৃন্দ।