২৬ অক্টোবর, ২০২৪
ছবি: ভুক্তভোগী রুবেল
১৫ই অক্টোবর কালবেলার একটি ভিডিও প্রতিবেদনে হবিগঞ্জের মাধবপুরের মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে বক্তব্য দেন স্থানীয় রুবেল মিয়া(৩৪) নামে এক যুবক।
ওই যুবক উপজেলার ধর্মঘর ইউপির সোয়াবই গ্রামের ফরাশ উদ্দিনের ছেলে। তার বক্তব্যের জেরে ব্যাপক হুমকি ও চক্রান্তও সহ্য করতে হয় তাকে।
শুক্রবার (২৫ অক্টোবর) মাধবপুর থানার একটি মাদক মামলায় জড়িয়ে দেয়া হয়েছে যুবক রুবেল মিয়ার নাম। মাধবপুর থানার মামলা নং ৪৬।
ওই মামলায় তাকে পলাতক ২ নং আসামি করা হয়েছে।
ভুক্তভোগী রুবেল মিয়া জানায়, কালবেলায় বক্তব্য দেওয়াই তার জন্য কাল হলো। তবে সে এসব ভয় পায় না। সদা সর্বদা আইনশৃঙ্খলা বাহিনীকে মাদকের তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন। যাবেনও।
হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সাজেদুল ইসলাম জানান, রুবেলের বিষয়টি যেমন দুঃখজনক তেমনি রহস্যজনক। হয়রানি মামলার বিষয়টি আমরা সঠিক তদন্তের জন্য প্রস্তাবনা দেব।
Good news
Good