০৪ এপ্রিল, ২০২৪
ছবি: অতিথি বৃন্দ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিপাড়া চা বাগানে আজ ৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় মাধবপুর উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য অধিদপ্তর, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী গণ সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ,
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক, জনাব জিলুফা সুলতানা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা।
পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকায় মাদকাসক্তি নামক বিভীষিকা কে কঠোরভাবে প্রতিরোধ করা সম্ভব। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবারকে সমাজে এ কাজে এগিয়ে আসতে হবে। হবিগঞ্জ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীকে কোনক্রমেই ছাড় দেয়া হবে না। পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে উপস্থিত সকলকে একসাথে মিলেমিশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব ইমদাদুল বারী খান, অধিনায়ক, ৫৫ বিজিবি, হবিগঞ্জ, জনাব মোহাম্মদ আবুল মনসুর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, হবিগঞ্জ, জনাব সৈয়দ মুহাম্মদ শাহজাহান চেয়ারম্যান উপজেলা পরিষদ মাধবপুর ,জনাব এ কে এম ফয়সাল,
উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর, হবিগঞ্জ জনাব নির্মলেন্দু চক্রবর্তী সহকারী কমিশনার পুলিশ সার্কেল (মাধবপুর-চুনারুঘাট) জনাব ,রাহাত বিন কুতুব সহকারী কমিশনার ভূমি মাধবপুর হবিগঞ্জ সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ।
Good news
Good