২১ নভেম্বর, ২০২৩
ছবি: পাঁচটি গ্রুপে ৫০ জনকে পুরস্কার দেওয়া হয়
হবিগঞ্জের মাধবপুরে ২৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০-নভেম্বর) দিনব্যাপী মাধবপুর উপজেলার পৌর সদরের আল মনির ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার ২০টি মাদ্রাসার ১শত ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে পাঁচটি গ্রুপে ৫০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ৩৫ জন শিক্ষার্থী আগামী ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সুযোগ পেয়েছে।
অনুষ্ঠানে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি ( হিসেবে বক্তব্য দেন, সংগঠনটির জেলা শাখার নেতা হাফেজ আঃ সাত্তার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ কারী নুরুল আমিন আজাদী, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম,হাফেজ কাউসার আহমেদ,
সংগঠনটির উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যদের উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ওয়াজেদ আলী,হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান,হাফেজ মুস্তাফিজুর রহমান,হাফেজ মেরাজুল ইসলাম,হাফেজ উমর ফারুক,হাফেজ সাইফুল ইসলাম,হাফেজ কামাল উদ্দিন প্রমুখ।
Good news
Good