১১ Jul, ২০২৩
ছবি: হামলার চিএ
মাধবপুরে ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ৪টি বসতবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ১টার দিকে মাধবপুর উপজেলার ১১ নং ইউনিয়নের শিবজয়নগর সাতপাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত মহিলাসহ ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১০ জনের নাম পাওয়া গিয়েছে। তারা হলেন, ওই এলাকার মোহাম্মদ আলমগীর (৩৫), মোঃ মাহফুজ মিয়া (৩২), মোঃ ফরাশ উদ্দিন (৩০) , মোঃ তাহির মিয়া ( ৪৫) মোঃ পারভেজ (১৮), মোছাঃ হাজেরা খাতুন (৩০), মোঃ জাকির মিয়া (২০), জিতু মিয়া ,জসিম মিয়া ও ছালাউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিবজয়নগর সাতপাড়িয়া এলাকার একটি মাঠে ফুটবল খেলছিলেন স্থানীয় কয়েকজন যুবক। খেলার সময় সিরাজ আলীর ছেলে হবিব মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার মারুফ মিয়ার ছেলে রাসেল মিয়ার।
এই ঘটনার জেরে জাহেদ, জালাল, এনাম ,বনী আমিন, শফিকুল মিয়া মসজিদের মাইকে ঘোষনা দিয়ে প্রতিপক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে বলে অভিযোগ ওঠে। বাঁধা দিতে গেলে হামলায় আহত হয় অন্তত ২০ জন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় জাকির মিয়া নামক এক যুবককে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকটি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।