৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
চাকরি বা ক্যারিয়ার

ক্যারিয়ারের শুরুটা হোক পরিকল্পনা মাফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি:

উচ্চশিক্ষা নেয়া এখন বেশ সহজলভ্য হওয়ায় ক্যারিয়ারের শুরুতে অনেকেই হতাশ হয়ে পড়েন। ভাবেন চাকরির বাজারে প্রতিদ্বন্দ্বী অনেক। কিন্তু হতাশায় না থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে পারেন, যা নিজের সাফল্য অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারে। ক্যারিয়ারের শুরুর পরিকল্পনা কীভাবে করবেন, চলুন তা দেখে নিই।

নিজের দক্ষতা চিহ্নিত করা

প্রথমে নিজের দক্ষতা এবং নিজেকে মূল্যায়ন করা জানতে হবে। নিজে কোন বিষয়ে দক্ষ তা নিজের জানা থাকতে হবে। দক্ষতা আর লক্ষ্যের মধ্যে পার্থক্য অনেক বেশি হলে তা অর্জন সম্ভব হবে না।

লক্ষ্য নির্ধারণ

নিজের অবস্থান নির্ধারণ এবং ক্যারিয়ার গঠনের একাধিক পথ উদ্ভাবনের পর একজনের পরবর্তী কাজ হলো জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য প্রণয়ন করা। যে যে বিষয়ে দক্ষ তার সে বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা উচিত।

ছোট ও বড় পরিকল্পনা করা

লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের পর স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনাগুলো থাকতে হবে সুস্পষ্ট। দুই ধরনের পরিকল্পনায় ক্যারিয়ারের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। আর থাকবে কী করতে চাই, কীভাবে চাই, কখন করতে চাই, আগামী ৫ বা ১০ বছর পর নিজের অবস্থান- এসব।

শিক্ষা অর্জন ও মেধার ব্যবহার

ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক বিষয়গুলো আয়ত্ত করতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার সময় ছোট ছোট অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

সময়ের সঠিক ব্যবহার

সময়ের সঠিক ব্যবহার যথেষ্ট গুরুত্বপূর্ণ। সঠিক সময় সঠিক কাজটি করতে পারলে ক্যারিয়ারে সফল হওয়া সহজ হয়। এ জন্য ছাত্রজীবন থেকেই সময়ের সদ্ব্যবহার বিষয়টি আয়ত্ত করা প্রয়োজন।

অন্যের সাফল্যে হতাশ না হওয়া

জীবনে সফলতা কিংবা ব্যর্থতা থাকবেই। কিন্তু সবকিছু নিয়েই এগিয়ে যেতে হবে। পাশাপাশি অন্যের সফলতার সঙ্গে নিজের অবস্থান তুলনা করে হতাশ হওয়া উচিত হবে না। বরং নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। তাতে সফল হওয়া সহজ হবে।

শেষ কথা

সফল ক্যারিয়ার গড়তে পারিপার্শ্বিক অবস্থা কিংবা বিভিন্ন পেশা সম্পর্কে যে ধরনের জ্ঞান থাকা দরকার, তা অনেকের মধ্যে অনুপস্থিত। পারিবারিক চাহিদা এবং গোঁড়ামিও কারও কারও ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। তাই আত্মসচেতনতা সৃষ্টি করাটা খুব গুরুত্বপূর্ণ। নিজের অবস্থান এবং সামর্থ্যের বিষয়ে নিজেরই সবচেয়ে ভালো জানা থাকে। তাই সফল হতে হলে নিজের ওপর আস্থা রেখেই পদক্ষেপ নেয়া প্রয়োজন।

লেখক: মানবসম্পদ উন্নয়ন পেশাজীবী

Related Article