৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে যাওয়া দুই পর্যটক জীবিত উদ্ধার

২৮ মে, ২০২৩

মোঃ প্রিন্স মাহমুদ,
পটুয়াখালী জেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: উদ্ধার কর্মি ও উদ্ধারকৃত যুবক

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে সাঁতার না জানায় মো. রাশিক (২৭) ও মেজবাহ উদ্দিন তালুকদার (২৮) নামে দুই যুবক ভেসে যান দূর থেকে দেখতে পেয়ে টুরিস্ট পুলিশ তাৎক্ষণিক তাদের জীবিত উদ্ধার করে। 

জিরো পয়েন্ট সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারের পর তাদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ঢাকার বসুন্ধরা এলাকা থেকে শনিবার সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন রাশিক ও মেজবাহ। তারা দুপুরের দিকে গোসল করতে নামেন সৈকতে এ সময় সাঁতার না জানায় ঢেউয়ের সঙ্গে সাগরের পাড় থেকে বেশ দূরে চলে গিয়ে ডুবে যান তারা। দূর থেকে বিষয়টি সৈকতে ডিউটিরত টুরিস্ট পুলিশের নজরে আসে। এতে তারা তাৎক্ষণিকভাবে ওয়াটার বাইকের মাধ্যমে লিটন ও ফেরদৌস রাব্বানীসহ কয়েক সেচ্ছাসেবী তাদের উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন। পরে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার আজাদ বলেন, যারা সাঁতার জানেন না, তাদেরকে সৈকতে নামতে বারবার নিষেধ করা হয়। তবুও পর্যটকরা সৈকতে নামেন  সৈকতে ডুবে যাওয়া ২ পর্যটককে তাৎক্ষণিক ভাবে দেখতে পেয়ে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good