৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / ধর্ম ও জীবন

কুয়েতে যৌথ উদ্যোগে খতমে গৌছিয়া ও ফাতেহাএয়াজ দাহুমশরীফ মাহফিল অনুষ্ঠিত

১৩ নভেম্বর, ২০২২

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: আহলে সুন্নাতও খুদ্দামুল মুসলেমীন যৌথ উদ্যোগে কুয়েতে খতমে গৌছিয়াও ফাতেহাএয়াজ দাহুমশরীফ মাহফিলে উপস্থিতির একাংশ

গত ১১ নভেম্বর (শুক্রবার) রুজি ষ্টোর সংলগ্ন ইবাদতখানায় বাংলাদেশ আহলে সুন্নাতওয়াল জামাআত ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন কুয়েত কেন্দ্রীয় পরিষদের যৌথ উদ্যোগে পবিত্র দরসুলকোরান ও খতমে গৌছিয়াও ফাতেহাএয়াজ দাহুমশরীফ মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে কোরআন তেলেওয়াত ও নাতেরাসুল (সাঃ) পড়ার মাধ্যমে পবিত্র মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত মাহফিল পরিচালনা করেন মুঃ জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আহলেসুন্নাহ ওয়ালজমাআ’ত কুয়েত কেন্দ্রীয় পরিষদ। পবিত্র কুরআন শরিফ থেকে তেলেওয়াত করেন মুঃ সেলিম উদ্দিন, নাতে রাসুল (সাঃ) পড়েন মোহাম্মদ সাইফুদ্দীন দপ্তর সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমাআ’ত কুয়েত কেন্দ্রীয় পরিষদ ওবাহাদুর আলম।

 

এতে আরোও বক্তব্য রাখেন, মুঃ আবু নাছের, সভাপতি আন্জু আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন কুয়েত কেন্দ্রীয় পরিষদ, মুঃ জয়নাল আব্দিন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাআত,  আলম বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাআত, মুঃ ইদ্রিস প্রচার সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাআত,  মুঃ আব্দুল কাইয়ুম। 

 

এতে আরো উপস্থিত ছিলেন, মুঃ আবু তৈয়ব, মুঃ নাজিম উদ্দীন, মুঃ খোকন, মুঃ জাপর, মুঃ হাসান, মুঃ আবুল কালাম, মোহাম্মদ আবু তালেব সহ আরো আমন্ত্রিত অথিতি।

 

মিলাদ, কেয়াম, দোআও তাবারুক বিতরণের মাধ্যমেই মাহফিল শেষ হয়।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news