৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
কৃষি ও প্রযুক্তি

কুড়িগ্রামে হাবিবুর রহমান চাকুরীর পেছনে না ঘুরে হয়ে উঠেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা

১৭ সেপ্টেম্বর, ২০২২

আসাদুজ্জামান রিপন,
কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি

ছবি:

১৭/০৯/২০২২
আসাদুজ্জামান রিপন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের হাবিবুর রহমান চাকুরীর পেছনে না ছুটে রাতারাতি বনে গেছেন একজন সফল কৃষি উদ্যোক্তা। ছাত্র জীবনে তিনি কয়েকজন বন্ধু মিলে ২০১১ সালে ১০ একর জমি লিজ নিয়ে শুরু করেছিলেন আলুর চাষ। কিন্তু তাতে বেশ ক্ষতির সম্মুখীন হন। পড়ে আর সামনে অগ্রসর হননি। কিন্তু অদম্য মনোবলের কারণে পড়ালেখা শেষে ২০১৪ সালে চাকুরীর পেছনে না ছুটে একাই ৫ বিঘা জমি লিজ নেন কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চরমাধবরামে। সেখানে তিনি প্রায় তিন হাজার কলার গাছ লাগান। আলুতে ব্যাপক লোকসান হলেও এবার কলাতে তিনি বেশ লাভের মুখ দেখেন। তিন লাখ টাকার মত কলা বিক্রি করেন তাতেই সাহসপান সামনে আরো অগ্রসর হওয়ার। শুরুটা বলতে গেলে তখন থেকেই, বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন পুরো উদ্যোমে বিভিন্ন কৃষি প্রকল্প। শষা,ঢেঢ়শ, মরিচ, টমেটো, মিষ্টিকুমড়াসহ আরো কিছু মৌসুমী সবজীর চাষাবাদ শুরু করেন। তাতে তিনি প্রচুর লাভের মুখ দেখতে থাকেন। তিনি জানান গত দুই মাস আগে শুধুমাত্র ২৪ শতক জমিতে উন্নত জাতের শষা লাগিয়ে মাত্র ৭০ দিনে তিনি প্রায় ১ লাখ টাকার শষা বিক্রি করেন। আর এতে তার খরচ হয়েছিল মাত্র ত্রিশ হাজার টাকার মত। এছাড়াও তার আরো বিভিন্ন সবজী ক্ষেত রয়েছে। সেগুলো থেকেও বেশ লাভবান হবেন বলে আশাবাদী। তার এখানে সারাবছর দুজন লোক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। এছাড়া বছরের বেশিরভাগ সময়েই প্রায় ১০ থেকে ১২ জন লোক তার ক্ষেতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। তিনি জানান এলাকার অনেক যুবক এখন তাকে দেখে অনুপ্রাণিত হয়ে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য এগিয়ে আসছে। শুরু করছে বিভিন্ন  মৌসুমী সবজী চাষ। হাবিবুর রহমান বলেন যে যারা বেকারত্বে ভুগছেন তারা সিমীত পরিসরে হলেও অল্পপুজিতে শুরু করতে পারেন। তবে উপয্ক্তু প্রশিক্ষণ নিয়ে শুরু করা উচিত। তিনি এ ব্যাপারে আগ্রহী যে কাউকেই পরামর্শ দিতে ইচ্ছুক। তিনি আরো জানান যদি সহজ শর্তে ঋণ ও সরকারী সহযোগীতা পান তাহলে তিনি ব্যপক আকারে বিভিন্ন কৃষি প্রকল্প শুরু করতে আগ্রহী। 
 

Related Article