৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু বৃহস্পতিবার

০৭ ফেব্রুয়ারী, ২০২৪

আসাদুজ্জামান রিপন,
কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি

ছবি: ৩ দিনব্যাপী ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে


কুড়িগ্রামে বৃহস্পতিবার (৮ ডি‌সেম্বর) থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হ‌চ্ছে। কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইজতেমার আয়োজন করা হয়েছে। 

বাংলা‌দেশ মুজা‌হিদ ক‌মি‌টির ব্যবস্থাপনায় উক্ত তিন দিনব্যাপী ইজ‌তেমার আ‌য়োজন করা হয়েছে। 

এন্তেজামিয়া কমিটির স্বেচ্ছাসেবক প্রধান বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মন্ডল বলেন বৃহস্প‌তিবার জোহ‌রের নামা‌জের পর প্রধান অতিথি মুফ‌তি সৈয়দ মুহাম্মদ রেজাউল ক‌রিম (পীর সা‌হেব চর‌মোনাই) বয়ান পে‌শের মাধ্যমে ইজ‌তেমা উ‌দ্বোধন কর‌বেন। র‌বিবার ফজরের নামা‌জের পর আ‌খে‌রি মোনাজা‌তের মাধ্যমে ইজ‌তেমা শে‌ষ হ‌বে।
ইজ‌তেমা সফল কর‌তে ই‌তোম‌ধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হ‌য়ে‌ছে। শৃঙ্খলা রক্ষায় ইজ‌তেমা প্রাঙ্গণে তিনশতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক কাজ করছেন। 

ইজ‌তেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন জানান, বুধবার থে‌কেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুস‌ল্লি‌দের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগা‌রের ব্যবস্থা রাখা হয়ে‌ছে। আগত মুস‌ল্লি‌দের স্বাস্থ্য সেবায় ফ্রি মে‌ডি‌ক্যাল চেকআপ এর ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। 

ইজতেমা এন্তেজামিয়া কমিটির যুগ্ম-আহ্বায়ক  মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, তিন দিনব্যাপী ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমসহ দেশ বরেণ্য আলেম-ওলামারা ইজতেমায় নছিয়ত পেশ করবেন। 
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good