৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / শিক্ষা

কলেজ প্রতিষ্ঠাতাকে গ্রামবাসী ও যুব সমাজের সংবর্ধণা

১০ ফেব্রুয়ারী, ২০২৩

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: ফুলে ফুলে শিক্ত গ্রামবাসীর ভালোবাসায়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৯৬ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করায় এবং  ৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধণা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে লাউর ফতেহপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের কার্যালয়ে লাউর ফতেহপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে এই সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহিন আহম্মেদের সভাপতিত্বে ও আজিজুল হক আশিকেরর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু নছর, অধ্যাপক মাহাবুবুল আলম, ইউপি সদস্য ইমদাদুল হক ইদন, সাবেক ইউপি সদস্য ফিরুজ মিয়া, সমাজকর্মী মোঃ মাসুম খন্দকার, সাংবাদিক লুতফুর রহমান, ইউনুছ মিয়া, মোঃ জিকরিয়া, পুলিশ কর্মকর্তা হৃদয় আহম্মেদ, মোঃ মোকারম হোসেন, মোঃ সুহেল, মোঃ হোসেন মিয়া, মোঃ ঈসমাইল, মোঃ রাব্বি, মোঃ সোহাগ, সাইদুর রহমান সহ আরো অনেকে।

এসময় উপস্থিত সকলে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ ভালো ফলাফল অর্জন করে গ্রামের সুনাম বৃদ্ধি করায় তারা কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তারা ব্যারিস্টার জাকির আহাম্মদের সকল শিক্ষামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও যাতে অত্র কলেজের এমন ভালো ফলাফল অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন।

সমাপনী বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, ২০১৪ সালে কলেজটি প্রতিষ্ঠা করার পর থেকেই আমি কলেজটিকে দেশের সেরা কলেজে পরিণত করার জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তিনি জানান, তার স্বপ্ন একদিন কলেজটি দেশের সেরা কলেজ হবে এবং সেই লক্ষ নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। এসময় ব্যারিস্টার জাকির আহাম্মদ এইচএসসিতে ভালো ফলাফল অর্জন করায় গ্রামবাসী ও যুব সমাজের পক্ষ থেকে তাকে সংবর্ধণা প্রদান করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি অত্র কলেজটিকে দেশের সেরা কলেজে রুপান্তর করতে এবং শিক্ষায় সমৃদ্ধ আলোকিত নবীনগর গঠনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে উপস্থিত সবার মাঝে মিস্টি বিতরন করা হয়।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049