৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজারে হোটেল মোটেল গেস্টহাউজ পরিপূর্ণ পর্যটকে

১০ ফেব্রুয়ারী, ২০২৪

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের

কক্সবাজার এসেছে লাখো পর্যটক। ছুটির দিনে সাগরের নীল জলে উচ্ছাসে মেতেছে পযটকেরা। মাঘের তীব্র শীত পেরিয়ে কয়েকদিন পরেই প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটতে যাচ্ছে।

এদিকে শীতের এই শেষ প্রান্তে অবকাশ কাটাতে সমুদ্র শহর  সাগরতীরের প্রায় পাঁচশো হোটেল-মোটেল গেস্টহাউজ পরিপূর্ণ পর্যটকে। খালী নেই রুম। ধারনা করা হচ্ছে শুক্রবার কক্সবাজার এসেছে ১ লাখেরও বেশী পর্যটক। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাও এখন জমজমাট। অন্যদিকে শহেরর বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো এখন লোকে লোকারণ্য। 

এদিকে পর্যটকের আগমনে সমুদ্র সৈকতে কর্মব্যস্ততা বেড়েছে এলাকার ফটোগ্রাফার, জেড স্কি ও বিচ বাইক চালকদের। 

অন্যদিকে সৈকতে বেড়াতে আসা পর্যটকরা বলছে কোন ধরনের হয়রানি ছাড়া স্বস্তিতে ঘুরাফেরা করছেন সমুদ্র শহর কক্সবাজারে। 

অন্যদিকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছে বছরের শুরুতে পর্যটকের আনাগোনা কম থাকলেও শীতের শেষে দেশে নানা প্রান্ত থেকে আসছেন পর্যটকেরা। 

এদিকে সাগরে নামা পর্যটকদের নিরাপত্তায় সক্রিয় অবস্থানে আঁছেন লাইফ গার্ড কর্মীরা। পাশাপাশি রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের টিম কাজ করছে পর্যটকদের সার্বিক সহযোগীতায়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good